দিল্লি, ১২ মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন দেশে জারি হওয়ার পরপরই তা উদযাপন করতে দেখা যায় সীমা হায়দরকে (Seema Haider)। কেন্দ্রীয় সরকার সিএএ (CAA) লাগু করতেই খুশিতে উচ্ছ্বল হয়ে উঠতে দেখা যায় পাকিস্তানি নাগরিক সীমা হায়দর। নিজের পরিবারের সঙ্গে সিএএ লাগু হওয়ার খুশি উদযাপন করতে দেখা যায় সীমা হায়দরকে। যা দেখে কটাক্ষ করেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী(Priyanka Chaturvedi )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়াঙ্কা চতুর্বেদী সীমা হায়দরকে কটাক্ষ করে বলেন, তিনি কেন নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তকে উদযাপন করছেন? ২০১৪ সালের আগে সীমা হায়দর ভারতে আসেননি কিংবা তিনি পাকিস্তান থেকে নির্যাতিত হয়েও ভারতে আসেননি। তাহলে সীমা হায়দর কেন নাগরিকত্ব সংশোধনী আইন জারি হওয়ার খুশিতে ডগমগ বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
আরও পড়ুন: CAA: দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন, লোকসভা ভোটের আগেই ঘোষণা কেন্দ্রের
দেখুন সীমা হায়দরকে নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা চতুর্বেদী...
Okay. So what exactly is she celebrating? Since neither has she come to India before December 2014 nor is she persecuted minority from Pakistan.
Also, US citizen, behen Mary Miliben is celebrating as well in America…. Gazab! https://t.co/03SoB1DfCK
— Priyanka Chaturvedi (@priyankac19) March 11, 2024
এসবের পাশাপাশি মার্কিন মেরি মিলিবেনও কেন সিএএ উদযাপন করছেন বলে প্রশ্ন তোলেন শিবসেনা সাংসদ।