বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেসাইয়ের (Rajdeep Sardesai) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী শাজিয়া ইলমি (Shazia Ilmi)। ইন্ডিয়া টুডে-র বর্ষীয়ান সাংবাদিকের আয়োজিত একটি বিতর্ক সভায় তাঁর সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দারস্ত হয়েছেন বিজেপি নেত্রী। সংবাদমাধ্যমের বিতর্ক সভায় এসে শাজিয়ার বিরুদ্ধে এক ভিডিয়ো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন রাজদীপ (Rajdeep Sardesai)। সেই প্রেক্ষিতে একটি ডিভিয়োও পোস্ট করেন তিনি। রাজদীপের অভিযোগের পরেই পালটা আদালতে মানহানির মামলা (Defamation) দায়ের করেছেন বিজেপি নেত্রী শাজিয়া ইলমি। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) সরদেসাই এবং ইন্ডিয়া টুডের আইনজীবীকে ওই দিনের অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিয়োটি আদালতের সামনে উপস্থাপন করতে বলেছে। আগামী ১৫ অগাস্ট মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হবে।
কী ঘটেছিল ইন্ডিয়া টুডে আয়োজিত বিতর্ক সভায়?
গত ২৬ জুলাই রাজদীপ সরদেসাই ইন্ডিয়া টুডের লাইভ টিভিতে 'কারগিল বিজয় দিবস', 'অগ্নিবীর যোজনা' এবং প্রতিরক্ষা বাহিনী সম্পর্কিত রাজনীতি নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানের পরেই বিজেপি নেত্রী শাজিয়া ইলমির বিরুদ্ধে চ্যানেলের এক ভিডিয়ো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলেন রাজদীপ। সেই সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, জামায় লাগানো ল্যাপেল মাইকটি খুলে ফেলে আসন ছেড়ে চলে যেতে উদ্যত হয়েছেন বিজেপি নেত্রী। এরপরেই ঘটে আসল ঘটনা। আসন ছাড়ার পরেও তাঁর দিকে ক্যামেরা ঘোরানো হয়েছে দেখে ভিডিয়ো সাংবাদিকদের দিকে তেড়ে আসেন শাহিজা। ইন্ডিয়া টুডের ভিডিয়ো সাংবাদিককে 'গালাগালি' করার অভিযোগে সরব হন প্রবীণ সাংবাদিক রাজদীপ সরদেসাই (Rajdeep Sardesai)।
রাজদীপের শেয়ার করা ভিডিয়ো...
Ma’am, @shaziailmi I respect all my guests always. If anything, I am too indulgent: the fader is lowered only to avoid cross talk and noise on the show. If you have a grouse with me or with an army general on the show, of course that’s your prerogative. And I respect that too.… https://t.co/43atjurw75 pic.twitter.com/VjfmrrGWsz
— Rajdeep Sardesai (@sardesairajdeep) July 27, 2024
সেই অভিযোগর পালটা প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা (Defamation) দায়ের করেছেন বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, প্রথমত, বিতর্ক সভায় আমন্ত্রণ করেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়েছিল। তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, মাইক বন্ধ করে দেওয়ায় তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। তাঁর জামায় লাগানো ল্যাপেল মাইকটি খুলে চেয়ার ছেড়ে উঠে পড়েন শাজিয়া (Shazia Ilmi)। কিন্তু তিনি আসন ছাড়ার পরেও ক্যামেরাম্যান তাঁর দিকে ক্যামেরা ধরে রেখেছিল।
কী অভিযোগ করলেন শাজিয়া, দেখুন...
Shazia Ilmi sues Rajdeep Sardesai for defamation. Rajdeep had posted an inappropriate video which was wrongly recorded by his team..
Well done @shaziailmi pic.twitter.com/o2S3nmt7Nt
— Mr Sinha (@MrSinha_) August 9, 2024
তিনি বারণ করা সত্ত্বেও তাঁকে রেকর্ড করা, তাঁর ব্যক্তিগত পরিসর নষ্ট করা ইত্যাদি নানা অভিযোগে প্রবীণ সাংবাদিক রাজদীপ সরদেসাইয়ের (Rajdeep Sardesai) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন শাজিয়া ইলমি (Shazia Ilmi)।