স্বাধীনতা দিবসের পরেরদিন উত্তরপ্রদেশের নয়ডায় (Noida) উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। শারদা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ক্যাম্পাস থেকে উদ্ধার শিবম দে নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। এদিন সকালে সহপাঠীরাই প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপরেই খবর দেহ হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। সেই সঙ্গে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে আত্মহত্যা অনুমান করছে পুলিশ। যদিও শিবমের মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সুইসাইড নোটের মৃত্যুর কারণ নিজেই জানিয়েই ওই পড়ুয়া।

সুইসাইড নোটে মৃত্যুর কারণ উল্লেখ

জানা যাচ্ছে, পড়ার চাপেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। আর এরজন্য দেশের শিক্ষাব্যবস্থাকেই দায়ী করেছেন বিহারের বাসিন্দা শিবম। একপাতার চিঠিতে সে বলেছেন, “এই শিক্ষাব্যবস্থার জন্যই আমি ভালো ছাত্র হয়ে উঠতে পারিনি। যদি দেশ মহান হতে চায়, তাহলে প্রকৃত শিক্ষা দিতে হবে। আমি এই চাপ নিতে পারছিলাম না, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”। শেষে পরিবারের উদ্দেশ্যে সরি-ও বলেছেন শিবম। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মৃতের পরিবার ও বন্ধুরা।

কলেজেই যেতেন না শিবম

এদিন ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এইচএমআর হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারসূত্রে খবর, কলেজে ফিজের টাকা সময়মতো পাঠানো হত, তারপরেও দু’বছর ধরে ক্লাস করেনি শিবম। সে কেন ক্লাস করত না সেই বিষয়ে খোঁজ পর্যন্ত নেননি শিক্ষক-শিক্ষিকা বা কলেজ কর্তৃপক্ষ। এমনকী তাঁরা পরিবারকে জানায়নি বলেই অভিযোগ। এদিকে মৃতের অভিভাবকের দাবি, মানসিক অবসাদের কারণেই সেই মৃত্যুর পথ বেছে নিয়েছে।