Lok Sabha Elections 2024: প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের হয়ে ভোট প্রচারে এ কোন শাহরুখ খান! দেখুন ভিডিয়ো

ভোটপ্রচারে একে অপরকে টক্কর দিতে মরিয়া সব দলই। দেশের বিভিন্ন রাজ্যে রেকর্ড গরমের মধ্যে প্রার্থীরা তাদের প্রচারে অভিনবত্ব দেখাচ্ছেন। এরই মধ্যে মহারাষ্ট্রের সোলাপুর লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে দেখা মিলল শাহরুখ খানের। আরে না, না। চমকে যাবেন না। সোলাপুরে কংগ্রেস প্রার্থী প্রণতি শিন্ডের হয়ে প্রচার করছেন নকল শাহরুখ খান। দূর থেকে দেখে বোঝাই যাবে না, উনি শাহরুখ নয়।

শুধু দেখতে নয়, আদব কায়দা, বাচনভঙ্গিও শাহরুখের মত। কখনও বাজিগর, কখনও জওয়ান, আবার কখনও ডাঙ্কি সিনেমার সংলাপ বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল শিন্ডের বিধায়িকা মেয়ে প্রণতির হয়ে ভোট চাইছেন নকল শাহরুখ। নকল শাহরুখকে দেখতে ভিড় ভালই হচ্ছে। প্রার্থীর সঙ্গে হুডখোলা গাড়িতে উঠে প্রচার চালাচ্ছেন শাহরুখ। বিরোধীদের কটাক্ষ, কংগ্রেসের সবটাই যে নকল তা এই শাহরুখ খানকে দেখেই বোঝা যাচ্ছে।

দেখুন ভিডিয়ো

টানা দুটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে দেড় লক্ষাধিক ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী সুশীল শিন্ডে। তবে এখানে বঞ্চিত বহুজন বিকাশ আগাড়ি ভাল ভোট কাটায় বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার সুবিধা পাচ্ছে গেরুয়া শিবির। এবার সুশীল শিন্ডের মেয়েকে টিকিট দিয়েছে কংগ্রেস। সোলাপুরে বিজেপি এবার তাদের প্রার্থী বদল করে টিকিট দিয়েছে রাম সাতপুতে-কে।