Sexual harassment charges against CRPF officer: অর্জুন পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ অফিসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ! বরখাস্তের নোটিশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক
Representational Image (Photo Credits: IANS)

রক্ষকের বিরুদ্ধে ভক্ষকের অভিযোগ উঠল। এক সিআরপিএফ ্অফিসারের বিরুদ্ধে উঠল যৌন হয়রানির অভিযোগ। জানা যাচ্ছে, অভিযুক্ত খজন সিং একজন উচ্চপদস্থ অফিসার, যিনি অর্জুন পুরস্কার (Arjuna award) পেয়েছিলেন। এছাড়া ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সিলভার মেডেল জয় করেছিলেন।

জানা যাচ্ছে, অভিযুক্ত খজন সিং স্পোর্টস বিভাগের শীর্ষ অফিসার ছিলেন। তাঁর বিরুদ্ধে ওই বিভাগেরই কয়েকজন জুনিয়র মহিলা অফিসার যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল। তারপর সেই নিয়ে তদন্ত হয়। অবশেষে তাঁকে দোষী সাব্যস্ত করে কাজ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক।

যদিও অভিযুক্ত অফিসার নিজের দোষ স্বীকার করেননি। তাঁর পাল্টা অভিযোগ, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে তাঁর কাজ থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরও একটি মামলার তদন্ত চলছে।