যৌন হেনস্থা মামলায় এবার লড়াই রাস্তায় নয় আদালতেই হবে । এমনটাই জানালেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। এর পাশপাশি সোশ্যাল মিডিয়া থেকেও কিছু সময়ের জন্য বিরতি চাইলেন তাঁরা।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর গ্রেফতারের দাবিতে দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা দিতে দেখা গিয়েছিল সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়াদের। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার দাবির পর জল গড়িয়েছে অনেক দূর। চাপে পড়ে দিল্লি পুলিশের তরফ থেকে দায়ের করা হয় এফআইআর, দাখিল করা হয় চার্জসিট।
কুস্তিগীরদের মতে , তাঁদের যা দাবি ছিল তা পূর্ণ করেছে সরকার। এফআইআর দায়ের করা হয়েছে, চার্জসিট দাখিল করা হয়েছে। এবার বাকি লড়াই যা হবে তা আদালতেই হবে বলে জানিয়েছেন তাঁরা। এছাড়া ১১ জুলাই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচন হওয়ার কথা। সেদিকেও নজর রাখছে বলে জানিয়েছেন তাঁরা। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন। সকাল ১১ টা থেকে ১.২০ পর্যন্ত চলবে ভোটদান পর্ব। ১.৩০ থেকে শুরু হবে ভোট গণণার কাজ।ফলাফলও জানিয়ে দেওয়া হবে একইদিনে।
"Fight will continue in court, not on roads": Top wrestlers on protest against WFI chief
Read @ANI Story | https://t.co/aC3rt9pQ0A#VineshPhogat #WrestlerProtest #SakshiMalik pic.twitter.com/lRz2jAQQvQ
— ANI Digital (@ani_digital) June 26, 2023