নয়াদিল্লিঃ সকলের চোখে ফাঁকি দিয়ে হোটেলে চলছিল মধুচক্র। প্রতিদিন দেহব্যবসার জন্য তুলে আনা হচ্ছিল তরুণীদের। নিত্যদিন হোটেলে আসতেন নানা ব্যক্তি। গোপন সূত্রে খবর পেতেই অ্যাকশন মুডে পুলিশ। হোটেলে হানা দিতেই মধুচক্রের পর্দা ফাঁস। গ্রেফতার হোটেলের মালিক, দালালসহ আরও ১২ জন। অন্যদিকে উদ্ধার করা হয়েছে ৫ জন তরুণীকে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিদাবাদ এলাকার হোটেল 'ক্লাসিক রেসিডেন্সি'তে। দীর্ঘদিন ধরে এই হোটেলে চলত মধুচক্র। তুলে নিয়ে আসা হত তরুণীদের। বিভিন্ন রাজ্য থেকে তরুণীদের মোটা টাকার বিনিময়ে কিনে আনা হত। এরপর তাঁদের দেহব্যবসার কাজে নিযুক্ত করা হত।
গাজিয়াবাদের হোটেলে পুলিশি অভিযান, হাতেনাতে ধরা পড়ল মধুচক্রের দালালরা
গত ২৫ মার্চ গোটা বিষয়টি সম্পর্কে অবগত হয় গাজিয়াবাদ পুলিশ। এরপরই হোটেলে অভিযানের ছক সাজিয়ে ফেলে পুলিশ। এসিপি শ্বেতা কুমারীর নেতৃত্বে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। পরিকল্পনামাফিক বুধবার রাতে ওই হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় হোটেলের ম্যানেজার রামচন্দ্র যাদব ও রাজু যাদবকে। এছাড়া গ্রেফতার করা হয়েছে সঞ্জয় গুপ্ত, মাসারিফ, অজয় ও ফিরাসাত নামে চার দালালকে। অন্যদিকে ওই হোটেল থেকে পাঁচ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে ওই হোটেলে তাঁদের নিয়ে আসা হল তা জানার চেষ্টা করছে পুলিশ।
হোটেলের আড়ালে মধুচক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ১২
Sex Racket Busted in Ghaziabad: 5 Women Rescued As UP Police Busts WhatsApp-Facilitated Prostitution Ring at Hotel Classic Residency, 12 Arrestedhttps://t.co/coG0BH2dRn#UttarPradesh #Ghaziabad #WhatsApp #SexRacket
— LatestLY (@latestly) March 26, 2025