
নয়াদিল্লিঃ এক সন্ধ্যার টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি (Delhi)। জলমগ্ন রাজধানী (Capital) শহরের (City) বিস্তীর্ণ অংশ। জলের তলায় বাড়িঘর, রাস্তাঘাট। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ব্যহত যান চলাচল। কোথাও কোথাও মানুষের মাথা ছুঁইছুঁই জল। ডুবেছে রাস্তায় থাকা গাড়ি। , পালম, ইন্দিরা গান্ধী বিমানবন্দর, দ্বারকা, বসন্তকুঞ্জ-সহ একাধিক জায়গা জলের তলায়। জল ঢুকে গিয়েছে বিমানবন্দরের টার্মিনাল ১-এ। শনিবার বিকেলেই ভারতীয় মৌসম ভবন জানায়, বৃষ্টিতে ভাসতে চলেছে দিল্লি। বিশেষ করে দক্ষিণ দিল্লির বেশকিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলেও জানায় হাওয়া অফিস।
টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, জলের তলায় গোটা শহর
আর এদিন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে মৌসম ভবনের এই রিপোর্ট। সন্ধ্যায় হতেই দিল্লির আকশে দেখা যায় দুর্যোগের মেঘ। মুষলধারে নামে বৃষ্টি। টানা চলে এই বৃষ্টি। সেই সঙ্গেই দিল্লিজুড়ে চলে ঝোড়ো হাওয়ার দাপট। তবে এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে দিল্লিবাসী। যে হারে গরম বেড়েছিল দিল্লিতে তার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। উল্লেখ্য, বুধবার রাতেও ঝড়বৃষ্টির কবলে পড়ে দিল্লি। সেই সঙ্গেই বৃষ্টি হয় উত্তরপ্রদেশে। সেবার বৃষ্টিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মোরাদাবাদ, দ্বারকা, মেরঠের মতো এলাকাগুলি।
এক সন্ধ্যার বৃষ্টিতে জলের তলায় দিল্লি, রাস্তায় ভাসছে গাড়ি, বিমানবন্দরে জল থইথই, দেখুন দিল্লি
#WATCH | Severe waterlogging witnessed in parts of Delhi following heavy rainfall
(Visuals from near Delhi Airport Terminal 1) pic.twitter.com/qLirfoXhRw
— ANI (@ANI) May 24, 2025
#WATCH | A car submerged as heavy rainfall causes severe waterlogging in parts of Delhi.
(Visuals from Minto Road) pic.twitter.com/HmRv09CEpV
— ANI (@ANI) May 24, 2025