তেহরি গারওয়াল: অনেক সময় যাতায়াত ব্যবস্থার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ওষুধ ও বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য রক্ত বা বিভিন্ন জিনিসের নমুনা পৌঁছে দিতে সমস্যায় পড়তে হত উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতরকে। কিন্তু, এখন অতীত হয়েছে সেই সবদিন। এখন ড্রোনের সাহায্যে খুব কম সময়েই উত্তরাখণ্ডের (Uttarakhand) বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি এলাকায় থাকা হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এমনই একটি ড্রোনে (drone) করে একাধিক ওষুধ (Several medicines) ও নমুনা (samples) ঋষিকেশ এআইআইএমএস (AIIMS Rishikesh) থেকে তেহরি গারওয়াল (Tehri Garhwal) জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখান থেকেও কিছু জিনিস ঋষিকেশে ফেরত পাঠানো হয়।
এপ্রসঙ্গে জেলা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান দময়ন্তী দারবাল বলেন, "টিবি রোগীদের জন্য একাধিক ওষুধ ও নমুনা পাঠানো হয়েছিল ঋষিকেশ এআইআইএমএস থেকে। সময় লেগেছিল মাত্র ২৮ মিনিট। আমরাও কিছু ওষুধ ও নমুনা পাঠিয়েছি। যখন জরুরি ভিত্তিতে ওষুধের প্রয়োজন পড়ে তখন এই ব্যবস্থা খুবই সাহায্য করে।"
#WATCH| Tehri Garhwal, Uttarakhand: Several medicines & samples came via drones from AIIMS Rishikesh for TB patients in 28 mins. We have sent our medicines & samples back. This is helpful as sometimes we need medicines urgently: Damayanti Darbal, Lab Technician, District Hospital pic.twitter.com/aKXRI0Fed0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 16, 2023