প্রতীকী ছবি (Photo Credits: PTI)

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। হরিদ্গার থেকে বাড়ি ফেরার পথে ওভারব্রিজের ড্রেন গাড়ি পড় মৃত্যু হল ৭ জনের। রবিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়রপুরে (Jaipur) প্রহ্লাদপুরের রিং রোডের নীচে। ঘটনায় মৃত ব্যক্তিরা সকলেই একই পরিবারের সদস্য এবং তাঁরা সকলেই রাজস্থান নিবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ এসে দেহ উদ্ধার করে

পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সাড়ে ১২টা নাগাদ স্থানীয় থানায় খবর দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থল পুলিশ গিয়ে দেখতে পায় ওয়ারব্রিজের নীচে একটি ড্রেনের মধ্যে উল্টে রয়েছে গাড়িটি। এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা, পুলিশ যৌথভাবে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়ে গিয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন শিশু ছিলেন। সকলের দেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

সকলেই রাজস্থানের বাসিন্দা ছিলেন

পুলিশসূত্রে খবর, মৃতদের মধ্যে ৩ জন জয়পুর ও ৪ জন কেরকির বাসিন্দা ছিলেন। এরা সকলেই একই পরিবারের সদস্য। কয়েকদিন আগেই এই পরিবারের এক সদস্যের মৃত্যু হয়। সেই কারণেই তাঁরা হরিদ্বারে অস্থি বিসর্জন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।