Sensex (Photo Credit: Wikimedia Commons)

মুম্বই, ২২ ফেব্রুয়ারি:  রাশিয়া ও ইউক্রেনের সংঘাত যত তীব্র হচ্ছে, ততই দুর্বলতর জাযগায় পৌঁছাচ্ছে শেয়ার বাজার। গতকালই পূর্ব ইউক্রেনের দুটি জায়গাকে স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। আর আজি শেয়ার বাজারে বড়সড় ধস নামল। এক ধাক্কায় নিফটি ও সূচকের পতন হল। প্রাথমিক ধাক্কায় ১১০০ পয়েন্ট কমল সেনসেক্সের (Sensex)। NSE Nifty 50 সূচক রয়েছে ১৬৯৫০ পয়েন্ট নেমে গেল। গতকাল বাজার খুলতেই শুরুতে সেনসেক্স ১৪৯ পয়েন্ট পড়ে যায়।। পাশাপাশি নিফটিও ৭০ পয়েন্ট হারিয়েছিল। পরে শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। আরও পড়ুন- West Bengal Weather Update: বসন্তের আগমনে এবার পাকাপাকি শীত বিদায়ের পালা, আসছে গরম

এই মুহূর্ত কম দামে শেয়ার কিনে রাখলে পড়ে লাভবান হওয়ার সুযোগ দেখছেন বাজার বিশেষজ্ঞর। তবে এই মুহূর্ত তাড়াহুড়োর কিছু নেই। ধীরে সুস্থ শেয়ার কিনে রাখা যেতে পারে।