‌LOK SABHA ELECTIONS 2019: এক্সিট পোলের সমীক্ষা দেখেই চড়ল শেয়ার সূচক
শেয়ার বাজার চাঙ্গা(Photo Credit: File)

২০মে, ২০১৯:‌ ক্ষমতায় ফিরছে বিজেপি(BJP)। এমনই দাবি করছে দেশের প্রায় সব কটি এক্সিট পোল(Exit poll)। আর তা দেখেই আশায় বুক বেঁধেছেন লগ্নিকারীরা। রবিবার সন্ধ্যা থেকে দেখানো হয়েছে এক্সিট পোলের সমীক্ষা। আর সোমবার সকালে বাজার খুলতেই ৯৭৯.‌০২ পয়েন্ট উঠে সেনসেক্স (Sensex) সূচক দাঁড়ায় ৩৮৯০৯.‌৭৯ পয়েন্টে। একইভাবে ২৯২.৮ পয়েন্ট উঠে নিফটির(Nifty) সূচক দাঁড়ায় ১১৬৯৯.৯৫ পয়েন্টে। ব্যাঙ্কিং, গাড়ি, বিদ্যুৎ এবং ধাতু শিল্পে রীতিমতো বিনিয়োগের জোয়ার আসে। বেড়েছে ইন্ডিয়াবুলস, লার্সেন অ্যান্ড টুব্রো, এসবিআই, আইসিআইসিআই, মারুতি সুজুকির শেয়ারের দাম। তার ফলেই শেয়ার বাজার চড়তে শুরু করে। হাসি চওড়া হয়েছে বিনিয়োগকারীদের। শিল্পপতিরা বলতে শুরু করেছে, দেশে স্থায়ী সরকার থাকলে স্বাভাবিকভাবেই তা বাজারের পক্ষে ভালো।

রবিবারই শেষ হয়েছে ২০১৯ সালের লোকসভা ভোট। তারপরেই সরকারে কে আসবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাল্লা ভারী সেই মোদির দিকেই।