Thalapathy Vijay (Photo Credits: X)

ফের তামিল সুপারস্টার তথা টিভিকে সুপ্রিমো থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) বাসভবনে হামলার ছক। শুক্রবার সকালে নীলঙ্করাইয়ের ইস্ট কোস্ট রোডে অবস্থিত বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ল এক বছর ২৪-এর যুবক। যদিও সেই সময় বিজয় বাসভবনে ছিলেন কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই তাঁকে আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের আধিকারিকরা এসে তল্লাশি অভিযান চালায়, তবে কোনও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি।

মানসিক ভারসাম্যহীন ধৃত যুবক

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবক মানসিক বিকারগ্রস্থ নাম অরুন, সে মধুরন্তাকাম এলাকার বাসিন্দা। নিজেকে বিজয়ের ভক্ত বলে দাবি করেছেন। যদিও ঘটনার সময় বাসভবনে বিজয় ছিলেন না বলেই খবর। ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও তাঁর থেকে কোনও সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয়নি বলেই খবর।

আগেও হামলার চেষ্টা করা হয়েছিল

এই ঘটনা নতুন নয়। এর আগেও থালাপতি বিজয়ের নীলঙ্করাইয়ের বাসভবন লক্ষ করে কোনও কোনও ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজনৈতিক ময়দানে নামার পর থেকেই তাঁর বাসভবন লক্ষ্য করে হামলা চেষ্টা চালানো হয়েছে। কয়েকমাস আগেই তাঁর বাড়ি লক্ষ্য করে চটি ছুড়েছিল এক ব্যক্তি। তারপরে আবারও এই ঘটনা। ইতিমধ্যেই সুপারস্টারের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এছাড়া ব্যক্তিগতভাবে তিনি ওয়াই ক্যাটাগরির সিকিউরিটিও পাচ্ছেন।