
ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার অভিযানে খতম দুই মাওবাদী। বুধবার ঘটনাটি ঘটেছে সুকমা জেলার কুকানার থানা এলাকার জঙ্গলে। দুই নকশাল নেতার দেহ ইতিমধ্যেই জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তাঁদের সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে স্বয়ংক্রিয় বন্দুক ও বিস্ফোরণের সামগ্রী। যদিও এই অভিযানে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হতাহতের কোনও খবর নেই। তবে এথনও অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় পুলিশ আধিকারিকের
গত সোমবারই সুকমা জেলার জঙ্গল এলাকায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফেরণে মৃত্যু হয় অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। মাওবাদীদের ফাঁদা বিস্ফোরকে পা পড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবারই মৃত্যু হয়। এই ঘটনার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী। তারপরেই বুধবার খতম হয় দুই মাওবাদী।
বিগত কয়েকমাসে ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় একের পর এক সফল অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার জেরে খতম হয়েছে অসংখ্য মাওবাদী। এখনও বিভিন্ন এলাকায় জারি রয়েছে অভিযান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের মধ্যে মাওবাদী মুক্ত ভারত বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।