তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম কোনও কেন্দ্রশাসিত অঞ্চলে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) যাবে তিনি। ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর এই বছরে প্রথম বিধানসভা নির্বাচন হবে উপত্যকায়। আর সেই কারণেই দুদিনের রাজনৈতিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই গোটা কাশ্মীর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
আসলে সপ্তাহখানেক আগে রিয়াসিতে জঙ্গি হামলার পর মোদীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কাশ্মীরে জঙ্গি হামলার নিয়ে সেভাবে জনসমক্ষে এই নিয়ে মুখ খোলেননি মোদী। এই নিয়ে বিরোধীরা আক্রমণ করেছিল। তবে তিনি নীরব ছিলেন। এই এবারে জম্মু-কাশ্মীর সফরে গিয়ে সম্ভবত জঙ্গি হামলা নিয়ে মন্তব্য করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
Jammu: Security forces conduct a major operation in North Kashmir's Rafiabad ahead of PM Modi's visit pic.twitter.com/cldDdFchVD
— IANS (@ians_india) June 19, 2024
প্রসঙ্গত, রিয়াসি হামলার পর কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিন উত্তর কাশ্মীরের রাফিয়াবাদে চলে তল্লাশি অফিযান। তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর শপথগ্রহণের দিন বিকেলে রিয়াসিতে একটি তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা চালানো হয়। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে কাশ্মীরে আরও নাশকতা চালাতে পারে জঙ্গিরা। সেই কারণে কড়া নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।