পহেলগাম হামলার পর জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বেড়েছে নিরাপত্তা। তবে স্বাধীনতা দিবসের আগে যাতে ফের কোনও জঙ্গি হামলা বা কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা আরও কড়া করা হয়েছেন সীমান্ত এলাকাগুলিতে। ইতিমধ্যেই সুন্দেরবনি এলাকায় ভারতীয় সেনার তরফে চলছে কড়া নজরদারি। অন্যদিকে রামবান এলাকায় জারি হয়েছে নাকা চেকিং। এছাড়া বিভিন্ন স্পর্শকাতর এলাকায় দফায় দফায় চলছে তল্লাশি অভিযান। এদিকে কুপওয়ারার গোলগামে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। জঙ্গিদের উপস্থিতি পেয়ে অব্যাহত এনকাউন্টার অভিযান।
জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে হতে পারে বড় ঘোষণা
আগামী ৭৯ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে ভাষণ দিতে পারেন। জম্মু-কাশ্মীর নিয়ে হতে পারে বড় ঘোষণাও। যার মধ্যে উল্লেখযোগ্য, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হতে পারে জম্মু-কাশ্মীরে। ফলে এই অবস্থায় উপত্যকায় বিশৃঙ্খলা ছড়াতে পারে সন্ত্রাসবাদীরা। যে কারণে এখন থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Sunderbani, J&K: Indian Army utilises latest drone technology along the LoC to remain vigilant and guard the border. pic.twitter.com/XatuPnGsTg
— ANI (@ANI) August 13, 2025
Ramban, Jammu & Kashmir: The Army has tightened security on the NH44 Jammu-Srinagar Highway ahead of Independence Day pic.twitter.com/TxpWhXUqAO
— IANS (@ians_india) August 13, 2025
বারামুলায় সেনা-জঙ্গির গুলির লড়াই
এদিকে স্বাধীনতা দিবসের আগেই মঙ্গলবার ভোররাতে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়েছে উরি সেক্টরের বারামুলা। পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। তারপরেও সফলভাবে আটকানো গিয়েছে জঙ্গিদের। পাকিস্তানের সীমানা পেরিয়ে গা ঢাকা দিয়েছে তাঁরা। তারপর থেকে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছেন নজরদারি।