Singh border in Delhi (Photo Credit: ANI)

নতুন দিল্লি, অগাস্ট ২২:  যন্তর মন্তরে আজ  কৃষক  বিক্ষোভ (Farmers’ Protest)। সেজন্যই  সিঙ্ঘু ও গাজীপুর সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দিল দিল্লি পুলিশ। রাস্তাজুড়ে বসেছে ব্যারিকেড, পুলিশি টহল চলছে উত্তর পশ্চিম দিল্লির সিঙ্ঘু সীমান্তে এবং দিল্লি মীরাট এক্সপ্রেসওয়ের গাজীপুর সীমান্তে। আরও পড়ুন -UPI Payments: ইউপিআই পরিষেবায় পরিবর্তন আনছে না কেন্দ্র, নির্মলা সীতারমণ

যন্তর মন্তরে কৃষকরা বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এর আগে সংযুক্ত কিষাণ মোর্চা(এসকেএম) তাদের দাবি মেটানোর দাবিতে বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৭৫ ঘণ্টার জন্য অবরোধ করেছিলো।ফসলের ন্যায্য দামের জন্য সংযুক্ত কিষাণ মোর্চার ছাতার তলায় আরও ৪০টি কৃষক প্রতিষ্ঠান আন্দোলনে নেমেছে।

এপ্রিলে ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্য রাকেশ টিকাইত দিল্লিতে তেলেঙ্গানার কৃষক নেতাদের ডাকা ধান সংগ্রহ নীতির বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন দেশে এর জন্য প্রতিবাদ দরকার।টিকাইত আরও বলেছেন, এসকেএম কৃষকদের ন্যায্য দাবিতে প্রত্যেক মুখ্যমন্ত্রীর সম্মুখীন হবে।