মকর সংক্রান্তি (Photo Credits: Free Press Journal)

মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোয় দেশের বিভিন্ন অংশের মানুষের রীতি। কিন্তু রাজস্থানের উদয়পুরে ঘুড়ির ভো কাট্টা খেলার জন্য ব্যবহার করা মাঞ্জা এমন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে, যে ঘুড়ি কেনা-বেচার ওপরে প্রশাসনকে জারি করতে হল নিষেধাজ্ঞা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত উদয়পুরে পুরোপুরি নিষিদ্ধ ঘুড়ি।

মানুষের প্রাণ বাঁচাতে উদয়পুরে মকর সংক্রান্তিতে ১৪৪ ধারা জারি করে ঘুড়িতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মকরসংক্রান্তির সকালে উদয়পুরে দু জন বাইক চালক মাঞ্জার ঘায়ে মারা যাওয়ার পর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল প্রশাসন। গত সপ্তাহে মাঞ্জার কারণে এখান চারজন মারা গিয়েছেন। আরও পড়ুন-কোভিড বিরতির পর বার্ষিক মুসলিম জামাত শুরু হল বাংলাদেশে

দেখুন টুইট

উদয়পুরের পার্শ্ববর্তী অঞ্চলে সকাল ৬-৮টা এবং বিকেল ৫টা থেকে বা সন্ধ্যা ৭টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হল ঘুড়ি ওড়ানোর ওপর।