প্রতীকী ছবি (Photo Credit: X)

Jammu & Kashmir Assembly Election 2024: জম্মু ও কাশ্মীরের প্রথম দফার নির্বাচনের পর এবার দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন (Assembly Election) হবে আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায়  ২৬টি বিধানসভা আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় (Phase 2) শ্রীনগর, গন্দেরবাল এবং বুদগাম সহ মধ্য কাশ্মীরের জেলাগুলির ১৫টি আসনের পাশাপাশি জম্মু অঞ্চলের তিনটি জেলা পুঞ্চ, রাজৌরি এবং রিয়াসির ১১টি আসনে ভোট হবে। এর মধ্যে সাতটি আসন তপশিলি উপজাতিদের জন্য বিশেষ রাখা হয়েছে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এর আগে ২০১৪ সালে যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেটি পূর্ণ রাজ্য ছিল, এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল।

জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। নির্বাচনী কর্মকর্তারা নিজ নিজ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিরাপদে সঙ্গে নিয়ে পৌঁছে যেতে শুরু করেছেন।

জম্মু ও কাশ্মীরের নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হবে, প্রথম ধাপে ২৪টি আসনের জন্য গত ১৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপের পর, তৃতীয় ধাপে ৪০টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ১ অক্টোবর। ভোট গণনা হবে ৮ অক্টোবর।