শিবরাত্রিতে মহাকুম্ভ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আজ মহা শিবরাত্রি(Maha Shivratri)। আর এই মহা তিথিতে অন্তিম পর্যায় এসে হাজির হয়েছে মহাকুম্ভ মেলা(Mahakumbh Mela 2025)। আজই মহাকুম্ভে শেষ পুণ্য স্নান(Amrit Snan)। আর তাই জন্য গতকাল রাত থেকেই প্রয়াগরাজে ভিড় করেছেন পুণ্যার্থীরা। এক কথায় যাকে বলে চলে জনস্রোত। বর্তমানে প্রয়াগরাজের চেহারাটা ঠিক তেমনই। সঙ্গমে উপচে পড়া ভিড়। ড্রোন ক্যামেরার ফুটেজে শুধু দেখা যাচ্ছে কোটি কোটি মাথা। শেষ স্নানে অংশ নেওয়ার জন্য প্রয়াগরাজের দিকে রওনা দিয়েছেন বহু ভক্ত। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরও বাড়বে এমনটাই অনুমান।

মহা শিবরাত্রিতে মহাকুম্ভে শুরু শেষ শাহি স্নান

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে এই মেলা। যা শেষ হবে আজ, ২৬ ফেব্রুয়ারি। মৌনী অমাবস্যা, মাঘি পূর্ণিমার পর আজ সঙ্গমে শেষ শাহি স্নান। মেলার শেষ দিন বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই সমস্ত ব্যবস্থা নিয়েছে যোগী প্রশাসন। পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্ত করা হয়েছে। আর পুরো বিষয়টিই নজরে রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মহা শিবরাত্রি তিথিতে মহাকুম্ভে জনজোয়ার, শুরু শেষ শাহি স্নান