দিল্লি, ১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), বিশ্বের এই দুই রাষ্ট্রনেতা যে প্রভূত ক্ষমতাবান, তা গোটা বিশ্বের অজানা নয়। তাইতো সাংহাই কোঅপারেশন অগ্রানাইজেশনের বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। যেখানে মোদী, পুতিন এবং শি জিনপিংয়ের (Xi Jinping) মধ্যে কী ধরনের কথা হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলের চর্চা অব্যাহত।
এসবের মাঝে মোদী, পুতিন এবং শি-কে দেখা গিয়েছে একসঙ্গে। ভারতের (India) প্রধানমন্ত্রী, রুশ প্রেসিডেন্ট এবং চিনা প্রেসিডেন্টের ছবি এক ফ্রেমে উঠে আসতেই, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
সেই সঙ্গে মোদী, পুতিনের পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে (Shehbaz Sharif) অবজ্ঞার বিষয়টিও উঠে এসেছে প্রকাশ্যে। মোদী, পুতিন যখন হেঁটে যান, সেই সময় পাক প্রধানমন্ত্রীর দিকে তাঁরা ঘুরেও তাকাননি। এমন ছবি এবং ভিডিয়ো উঠে আসতেই, তা নিয়ে তোলপাড় শুরু হয়।
মোদীর এসসিও সম্মেলন নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী এবং রুশ প্রেসিডেন্টকে আবার দেখা গেল এক ফ্রেমে। এসসিও সম্মেলনের ভ্যেনুতে পৌঁছতে একই গাড়িতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'সন্ত্রাসের মদতদাতা' পাকিস্তানের সামনে বসেই শেহবাজ়কে তুলোধনা মোদীর, দেখুন ভিডিয়ো
একই গাড়িতে ওঠেন মোদী এবং পুতিন...
After the proceedings at the SCO Summit venue, President Putin and I travelled together to the venue of our bilateral meeting. Conversations with him are always insightful. pic.twitter.com/oYZVGDLxtc
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
প্রধানমন্ত্রীর সোশ্যাল হ্যান্ডেলের তরফে সেই ছবি পোস্ট করা হয়। যেখানে মোদী বলেন, এসসিও সম্মেলনে ভ্যেনুর উদ্দেশে উড়ে যাওয়ার সময় রুশ প্রেসিডেন্ট এবং তিনি একই গাড়িতে ছিলেন। পুতিনের সঙ্গে যে কোনও ধরনের আলোচনা সব সময় অন্তর্দৃষ্টিপূর্ণ হয় বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।