পটনা, ১৮ নভেম্বর: মদ্যপানের অভিযোগে বিহারে গ্রেফতার স্কুলের অধ্যক্ষ সহ তিনজন। নওয়াদা জেলার ঘটনা। বিহারে মদ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে মদ্যপান করার জন্যই তাঁদের বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনজনকেই মদ্যপ অবস্থায় পাওয়া যায়। ধৃতদের নাম সঞ্জয় কুমার তরুণ, সন্দীপ কুমার ও উদেশ্য কুমার। সঞ্জয় রাজৌলির ইন্টার স্কুলের অধ্যক্ষ। তিনজন রাজৌলি থানার জাজপুর টোলা গ্রামে মত্ত অবস্থায় ঘোরাফেরা করছিলেন।
গত ২০ দিনে মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, বেত্তিয়া এবং সমস্তিপুর জেলায় বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। তারপর থেকেই নজরদারি বাড়িয়েছে বিহার পুলিশ। আরও পড়ুন: ISIS Terrorist Held In Bengaluru: বেঙ্গালুরু থেকে ধৃত সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি
রাজৌলি থানার এসএইচও দরবারি চৌধুরী পরিদর্শনে যান জাজপুর টোলা গ্রামে। সঞ্জয়, সন্দীপ ও উদ্দেশ্যকে মদ্যপ অবস্থায় দেখতে পান তিনি। চৌধুরী বলেন, "আমরা পরীক্ষা করতে গেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ধৃতা। কিছুক্ষণ ধাওয়া করে আমরা তাঁদের ধরি। মদ্যপানের বিষয়টি নিশ্চিত করেছি। মদ নিষেধাজ্ঞা আইনের অধীনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।"