প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বিশেষভাবে সক্ষম (Differently-Abled)দুই পড়ুয়াকে যৌন হেনস্থা (Sexual Assault), মারধর। বিস্ফোরক অভিযোগ স্কুলের কেয়ারটেকারের (Caretaker)বিরুদ্ধে। নাবালিকাদের (Minor) অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত কেয়ারটেকার। ঘটনাটি ঘটছে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনের একটি বেসরকারি স্কুলে। অভিযোগ, স্কুলের মধ্যেই বিশেষভাবে সক্ষম দুই পড়ুয়ার উপর শারীরিক নির্যাতন করত বভহর ২৯ এর ওই যুবক। এমনকী বাধা দিলে জুটত মারধর। নির্যাতিতাদের নানারকম হুমকি পর্যন্ত দিত অভিযুক্ত।

স্কুলের কেয়ারটেকারের লালসার শিকার দুই পড়ুয়া, গ্রেফতার অভিযুক্ত

দীর্ঘদিন সব মুখ বুজে সহ্য করার পর মায়েদের কাছে গোটা ঘটনা খুলে বলে দুই পড়ুয়া। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। রেকর্ড করা হয় দুই পড়ুয়ার বয়ান। পরে তাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। তাতে যৌন নির্যাতনের প্রমাণ মেলে। খতিয়ে দেখা হয় স্কুলের সিসিটিভি ফুটেজ। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। কর্মসূত্রে দেরাদুনে থাকত সে।

স্কুলের মধ্যে যৌন হেনস্থার শিকার বিশেষভাবে সক্ষম দুই পড়ুয়া, গ্রেফতার কেয়ারটেকার