দিল্লি, ২৪ জুলাই: এবার ব্লিনকিটের (Blinkit) ডেলিভারি এজেন্টকে দাঁড় করিয়ে তাঁর ব্যাগ খুঁজে দেখলেন বজরং দলের (Bajrangdal Leader) এক কর্মী। ব্লিনকিটের যে ডেলিভারি এজেন্টকে মাঝ রাস্তায় দাঁড় করানো হয়, তাঁর ব্যাগ মুরগির মাংস কিংবা ছাগ মাংস রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতেই ওই ব্যক্তিকে দাঁড় করানো হয়। এরপর ওই ডেলিভারি এজেন্টের ব্যাগ খুলে খাবারদাবার পরীক্ষা করে দেখা হয়। উত্তরপ্রদেশের (UP) গাজ়িয়াবাদে (Ghaziabad) এমনই একটি ঘটনার জেরে বিতর্ক শুরু হয়েছে।
বিষয়টি আদতে কী?
শ্রাবণ (Sawan 2025) মাস চলছে। যে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপাসনা করা হয়। এই শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খাবার খান। তাই শ্রাবণ মাসে কোনও ডেলিভারি এজেন্ট কোনও গ্রাহককে আমিষ খাবার তাঁর বাড়িতে পৌঁছে দিচ্ছেন কি না, তার খোঁজ করতেই বজরং দলের কর্মী ব্লিনকিটের ডেলিভারি এজেন্টের পথ আটকে দাঁড়ান এবং ব্যাগ পরীক্ষা শুরু করেন।
দেখুন সেই ভিডিয়ো যেখানে অনলাইন ডেলিভারি সংস্থার এজেন্টের ব্যাগ খুলে পরীক্ষা করে দেখা হয়...
In Ghaziabad, UP, a Bajrangdal leader stopped a Blinkit delivery boy from delivering Chicken to a customer, saying no one should eat Non-veg during Sawan
He got the tip from a Bajrangdal member who works at Blinkit
This is what 11 years of Modi rule has done to India pic.twitter.com/ejAY8cU2f7
— (@DrJain21) July 23, 2025
ব্লিনকিটের ওই ডেলিভারি এজেন্টের ব্যাগ খুলে পরীক্ষা করে দেখার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। কে কী খাবেন, তা কেউ ঠিক করে দিতে পারেন না বলে অনেকে ক্ষোভ উগরে দেন। কেউ বলতে শুরু করেন, এঁরা নিজেরাও কাজ করেন না, কাউকে করতেও দেন না। কেউ অভিযোগ করতে শুরু করেন, নরেন্দ্র মোদী সরকারের ১১ বছরের রাজত্বে ভারতবর্ষ ১১০ বছর পিছিয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে ব্লিনকিটের ডেলিভারি এজেন্টের রাস্তা বন্ধ করে তাঁর ব্যাগ খুঁজে চিকেন, মাটনের খোঁজ করতেই সেই ভিডিয়ো নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।