Muskan Rastogi and Sahil Shukla (Photo Credits: X)

মিরাট, ২৩ মার্চঃ মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) গলা কেটে খুন এবং দেহ ১৫ টুকরো করার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্ত্রী মুসকান রস্তোগী (Muskan Rastogi) এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লা (Sahil Shukla)। দুই অভিযুক্তকে গ্রেফতারের পর গত বুধবার আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। মিরাট পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশি তদন্তে সৌরভ হত্যা-কাণ্ডে অভিযুক্ত মুসকান এবং সাহিল দুজনেই মাদকাসক্ত বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে কারাগারের নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসা চলছে তাঁদের।

এদিকে জামাইকে খুনের অভিযোগে অভিযুক্ত মেয়ের মামলা লড়তে অস্বীকৃতি করেছে মুসকানের পরিবার। তাই বাধ্য হয়ে এবার জেল প্রশাসনের কাছে তাঁকে সরকারি আইনজীবী দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মুসকান (Muskan Rastogi)।

আরও পড়ুনঃ এক চিলতে পোশাক অঙ্গে জড়িয়ে অশ্লীল আকার ইঙ্গিত করে নাচছেন মুসকান! ভাইরাল ভিডিয়োর ফ্যাক্ট চেক

গত ৪ মার্চ খুনের ঘটনাটি ঘটে। ঘুমের ওষুধ কিনে এনে তা স্বামী সৌরভের খাবারে মিশিয়ে দেন মুসকান। এরপর সৌরভের গলা কেটে তাঁকে খুন করেন মুসকান এবং সাহিল। খুনের পর দেহ স্নানঘরে নিয়ে গিয়ে এক এক করে ১৫ টুকরো করা হয়। কিনে আনা নীল রঙের একটি ড্রামে সৌরভের দেহাংশ ভরে তার উপর বালি সিমেন্ট দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়।

স্বামীর দেহ টুকরো করে প্রেমিকের সঙ্গে হোলি উদযাপনঃ

উত্তরপ্রদেশের (Uttar Prdaesh) মিরাটে স্বামীকে খুন করে প্রেমিক সাহিলের (Sahil Shukla) সঙ্গে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) বেড়াতে যান মুসকান। ১০ মার্চ কাসোলের (Kasol) একটি হোটেলে চেক-ইন করেন দুজনে। হোটেলে মুসকানকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দেন সাহিল। হোটেলের ২০৩ নম্বর রুমে ৬ দিন ছিলেন তাঁরা। এমনকি সেখানেই তাঁরা ১১ মার্চ সাহিলের জন্মদিন উদযাপন করেছেন। ১৪ মার্চ একসঙ্গে রঙ খেলেন মুসকান এবং সাহিল। রঙ মেখে দুজনে ভিডিয়ো বানান। ফাঁস হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে বোঝার উপায় নেই তার দিন কয়েক আগেই এত বড় একটা খুনের ঘটনা ঘটিয়েছেন তাঁরা।