আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী (Sardar Vallabhbhai Patel Birth Anniversary)। সকালে নতুন দিল্লির প্যাটেল চকে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। জাতীয় একতা দিবস উপলক্ষে তিনি দেশের নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ (Vice President C. P. Radhakrishnan) ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী রাধাকৃষ্ণণ বলেছেন যে সর্দার প্যাটেলের অটল দৃঢ় সংকল্প এবং দৃষ্টিভঙ্গি একটি বৈচিত্র্যময় জাতিকে একক গণতান্ত্রিক প্রজাতন্ত্রে একত্রিত করেছিল। তিনি বলেন, জাতি গঠন, দেশীয় রাজ্যগুলির একীকরণ এবং জাতীয় ঐক্যের প্রতি অঙ্গীকারে প্যাটেলের অমূল্য নেতৃত্ব অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসেবে রয়ে গেছে।
জন্মজয়ন্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গুজরাটের কেভাড়িয়ার একতা নগরে সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেভাড়িয়ার প্যারেড গ্রাউন্ডে একতা দিবসের প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী। একতার শপথও নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "ভারত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। তিনি ছিলেন ভারতের একীকরণের মূল চালিকাশক্তি, যার ফলে তিনি আমাদের দেশের গঠনমূলক ভাগ্য গঠন করেছিলেন। জাতীয় অখণ্ডতা, সুশাসন এবং জনসেবার প্রতি তাঁর অটল অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতের তাঁর দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রাখার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকেও পুনর্ব্যক্ত করছি।"
শুক্রবার সকালে দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। এছাড়াও দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে এদিন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে 'রান ফর ইউনিটি'-র সূচনা করেন অমিত শাহ।এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) বলেন,স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করতে, আজকের ভারত গঠনে এবং একটি ঐক্যবদ্ধ দেশ গঠনে সর্দার প্যাটেল অপরিসীম অবদান রেখেছিলেন... এখন আমরা যে আধুনিক ভারতের মানচিত্র দেখতে পাই তা তাঁর দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার ফল। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে, প্রধানমন্ত্রী মোদী সর্দার প্যাটেলের সংকল্প পূরণ করেছেন।"