Photo Credit ANI

আপ নেতা রাঘব চাড্ডার সাংসদ পদ খারিজ নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন আপ নেতা সঞ্জয় সিং। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাঘব চাড্ডার পেছনে লেগেছেন, যেভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল মিথ্যে এবং ভিত্তিহীন মামলার মাধ্যমে, তারা রাঘবের সাংসদ পদও কেড়ে নিতে চান। তাঁরা খুব বিপদজনক মানুষ, তাঁরা সবকিছু করতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষের সৈন্য, আমরা তাদের ভয় পাই না, আমরা লড়াই করব এবং আমরা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাব, যদি রাঘবের সাংসদ পদ কেড়ে নেওয়া হয় তাহলে সে আবার নির্বাচিত হয়ে ফিরে আসবে এবং তাঁদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে  "।

মোদী উপাধি মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে গুজরাটে মামলা করা হয় বিজেপির পক্ষ থেকে এবং সেই মামলায় রাহুল গান্ধীকে জেলের সাজা শোনানো হয়। যার জেরে সাংসদ পদ থেকে খারিজ হয়ে যান রাহুল গান্ধী। তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই আবার সেই সাংসদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। আবারও তাঁকে দেখা যাবে সংসদের বিরোধীদের আসনে।

গতকালই রাজ্যসভায় পাশ হয়েছে  দিল্লি সার্ভিসেস বিল। সেই বিলের বিরোধীতা করতে দেখা যায় আপ নেতা রাঘব চাড্ডাকে।যদিও বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়।