দিল্লি, ১২ জুলাই: এবার থেকে ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' (Samvidhaan Hatya Diwas)পালন করা হবে। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) জরুরি অবস্থা জারি করেন। সেই জরুরি অবস্থার কথা মনে করিয়ে এবার থেকে ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' হিসেবে পালন করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার অমিত শাহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্য়ুইট করেন।
দেখুন অমিত শাহের ট্য়ুইট...
25 जून 1975 को तत्कालीन प्रधानमंत्री इंदिरा गाँधी ने अपनी तानाशाही मानसिकता को दर्शाते हुए देश में आपातकाल लगाकर भारतीय लोकतंत्र की आत्मा का गला घोंट दिया था। लाखों लोगों को अकारण जेल में डाल दिया गया और मीडिया की आवाज को दबा दिया गया। भारत सरकार ने हर साल 25 जून को 'संविधान… pic.twitter.com/KQ9wpIfUTg
— Amit Shah (@AmitShah) July 12, 2024
যেখানে অমিত শাহ বলেন, ১৯৭৫ সালের ২৫ জুন 'স্বৈরাচারী মানসিকতা'দেখিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থায় ভারতীয় গণতন্ত্রকে 'গলা টিপে হত্যা' করা হয় বলে অভিযোগ করেন শাহ। তিনি আরও দাবি করেন, ওই সময় কোনও কারণ ছাড়াই কয়েক লক্ষ মানুষকে জেলে পাঠানো হয়। সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়। জরুরি অবস্থার কথা স্মরণ করেই এবার থেকে ভারত সরকার প্রতি বছর ২৫ জুন 'সংবিধান হাত্য দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থা থাকাকালীন যে সমস্ত মানুষ যন্তরণা সহ্য করেন, তাঁদের অবদানের কথা স্মরণে রেখে এই দিনটি পালন করা হবে বলে ট্যুইটে জানান অমিত শাহ।