নির্বাচনের আগেই ভোটার তালিকা নিবিড় সংশোধনী নিয়ে উত্তাল বিহার (Bihar SIR)। গত ২ অগাস্ট ভোটার তালিকার খসড়া প্রকাশ করে কমিশন। তারপর থেকে এই প্রতিবাদ আরও জোড়ালো হয়। এরমাঝেই আরজেডি বিধায়ক তেজস্বী যাদব অভিযোগ করেন তাঁর নাম নাকি তালিকা থেকে বাদ গিয়েছে। পরে অবশ্য কমিশনের পাল্টা অভিযোগ, তেজস্বী যে কার্ডটি দেখিয়েছিলেন সেটি ভুয়ো, আসল এপিক নম্বর দিয়ে তাঁর নাম ভোটার তালিকায় রয়েছে। এই নিয়ে রহস্য দানা বেধেছে রাজনৈতিক মহলে। তাহলে কী ভুয়ো কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন তেজস্বী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকের মনেই। এবার এই নিয়েই সরাসরি রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের আক্রমণ করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

রাহুলকে আক্রমণ সম্বিত পাত্রর

এই প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, “রাহুল গান্ধী বরাবরই সংবিধানিক সংস্থার ওপর আক্রমণ করেছে। কিন্তু উনি কী কখন কংগ্রেসের জেতা রাজ্য তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল প্রদেশে নিয়ে কথা বলেছেন? কখন ঝাড়খণ্ডে তাঁরই শরিক দল নির্বাচনে জিতেছিল, সেখানের ভোটার তালিকা নিয়ে তিনি কিছু বলেছেন? তিনি কখনই এসব নিয়ে কথা বলেন না। সেই কারণেই রাহুল গান্ধীকে কেউ পছন্দ করেন না। উনি এতকিছু নিয়ে কথা বলছেন। কখনও কী তেজস্বী যাদব ভুয়ো ভোটার কার্ড নিয়ে ঘুরে বেরাচ্ছেন, এর বিরোধীতা করেছেন”?

দেখুন সম্বিত পাত্রের মন্তব্য

 

তেজস্বীকে নিয়ে কটাক্ষ সম্বিত পাত্রের

সম্বিত আরও বলেন, “উনি আজ বিহার এসআইআরের বিরোধীতায় সাংবাদিক বৈঠত করছেন রাহুল গান্ধী। তাহলে তেজস্বীর দুটো ভোটার কার্ড নিয়েও কিছু মন্তব্য করতে পারতেন। আসলে ভোটের আগে বিজেপিকে কীভাবে চাপে রাথা যায়, তারজন্যই কোনও না কোনও কৌশল করছে বিজেপিকে চাপে রাখতে চায় কংগ্রেস”।