নতুন দিল্লি, ২৫ এপ্রিল: শর্তসাপেক্ষে আজ শনিবার থেকে খুলছে দেশের বিভিন্ন দোকান (Shops)। গতরাতে এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। তবে হটস্পট (hotspots) ও কনটেইনমেন্ট জোনে (containment zones) দোকান খোলা যাবে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রক আরও একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, মদের দোকান ও তামাকজাত দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা বজায় থাকছে। এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, ই-কমার্স সংস্থাগুলির বিক্রয় কেবলমাত্র প্রয়োজনীয় পণ্যগুলির জন্য অনুমোদিত।
আজ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামাঞ্চলে শপিংমলগুলি ব্যতীত সমস্ত দোকান খোলা যেতে পারে। শহরাঞ্চলে সমস্ত আবাসিক এলাকার দেকান, পাড়ার দোকান ও একক দোকান খোলার অনুমতি রয়েছে। তবে মার্কেট / মার্কেট কমপ্লেক্স এবং শপিংমলগুলিতে থাকা দোকান খোলার অনুমতি নেই। এছাড়া এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ই-কমার্স সংস্থাগুলি কেবলমাত্র জরুরি পণ্য বিক্রি করতে পারবে। এছাড়া মদ এবং অন্যান্য আইটেমের বিক্রিও বন্ধ থাকবে। আরও পড়ুন: Coronavirus Lockdown Relaxed: মদের দোকানও কি খুলতে চলেছে? স্থানীয় দোকানপাট খোলার নির্দেশের পর জল্পনা
Press Release👇https://t.co/cstK1InEUi@PMOIndia@HMOIndia@MoHFW_INDIA#lockdownextension #IndiaFightsCoronavirus
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 24, 2020
Clarification:
●In rural areas, ALL shops, except those in shopping malls allowed to open.
●In urban areas, all standalone/neighbourhood shops & shops in residential complexes are allowed to open. Shops in markets/market complexes & shopping malls are not allowed to open.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 25, 2020
তবে যে অঞ্চলগুলিকে হটস্পট বা কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে (গ্রামাঞ্চল হোক বা শহরাঞ্চল) সেখানে কোনও দোকান খোলা রাখা যাবে না।