১০ বছর আগে বিশ্ব অর্থনীতিতে ভারতের স্থান একদম নীচে ছিল। যাঁরা সেই সময় বলেছিল ভারতের অর্থনীতি যেকোনও সময়ে ধসে যেতে পারে। তাঁরাই এখন সদর্থক মন্তব্য করছেন। রবিবার এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তাঁর মতে ভারত এখন বিশ্ব অর্থনীতিতে প্রথম পাঁচে রয়েছে। আইএমএফ দাবি করছে আগামী কয়েকদিনের মধ্যে প্রথম তিনে পৌঁছে যাবে।
করোনাকালে ভারতীয় অর্থনীতিতে যে ধস নেমেছিল। কোভিড পরবর্তীকালে সেই নিয়ে এখনও পর্যন্ত সেই নিয়ে বিরোধী শিবির আক্রমণ করে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, করোনা পরবর্তীকালে অনেক দেশেরই অর্থনৈতিক ধস দেখা যায়। কিন্তু তারপর অনেক বড় দেশই সেই ক্ষতি থেকে বেরোতে পারেনি। বিশ্ব অর্থনীতিতে ভারতই অন্যতম দেশ যাঁরা ৭ শতাংশ লাভ করেছিল। আগামীদিনে এর থেকেও বড় মাপের লাভ করবে ভারত।
#WATCH | Odisha: Addressing a public meeting in Sambalpur, EAM Dr S Jaishankar says, "10 years ago, the world was worried about India's economy... Today, the same people say that India is one of the top five economies of the world and in the coming days, it will be the third… pic.twitter.com/czKG3cRJAg
— ANI (@ANI) May 5, 2024
পাশাপাশি জয়শঙ্কর আরও বলেন, আগামী ২০ বছরে ভারতীয় অর্থনীতিতে অনেক শক্তিশালী হয়ে যাবে। এতটাই মজবুত হবে যে ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে ভারতের যোগদান সবথেকে বেশি হবে। ফলে এটাই সঠিক সময় দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার।