President Calls President: Donald Trump, Vladimir Putin. (Photo Credits: X)

দিল্লি, ৭ অগাস্ট: ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) কবে ভারতে (India) আসছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুতিনের ভারত সফর নিয়ে কাজ করা হচ্ছে মস্কোর (Moscow) তরফে। রাশিয়া সফরে গিয়ে এমনই জানালেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA Ajit Doval) অজিত ডোভাল। তবে অগাস্টের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন বলে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ঠিক নয়। পুতিন ভারত সফরে আসবেন, তবে তা কবে, সে বিষয়ে ক্রেমলিনের তরফে কাজ করা হচ্ছে বলে জানান ডোভাল। তবে পুতিনের ভারত সফরের দিনক্ষণ এখনও স্থির করেনি ক্রেমলিন। সূত্রের তরফে মিলছে এমন খবর।

আরও পড়ুন: Donald Trump On Tariff: ছিল ২৫%, রাগের চোটে ভারতের উপর অতিরিক্ত আরও ২৫% শুল্ক বাড়াচ্ছেন ট্রাম্প

বর্তমানে আমেরিকার (USA) সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ শুরু হয়েছ। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প (Donald Trump)। আর এরপরই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে  আমেরিকার তরফে। ভারতের সঙ্গে আমেরিকার দ্বন্দ্বের প্রধান কারণ রাশিয়া। পুতিনের দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল রাখায়, ভারতের বিরুদ্ধে খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। যার বিরোধিতা করেছেন স্বয়ং পুতিনও।  ব্রিকস তালিকা ভুক্ত দেশগুলির উপর আগে থেকেই নানা উষ্মা প্রকাশ করা হয় আমেরিকার তরফে। আর এবার ভারতের উপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কে শেষ পেরেকটা প্রায় পুঁতেই ফেললে  বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

এখন দেখা যাক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর আমেরিকার দ্বন্দ্বের জল কোথায় পৌঁছয়। সেই সঙ্গে আমেরিকার তরফে ভারতের উপর কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়  কি না নতুন করে, সেদিকেও তাকিয়ে বিশ্বের তাবড় দেশগুলি।