Photo Credits: Twitter

মস্কো: লুনা ২৫ ব্যর্থ হলেও সফল হয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan-3's success)। তাতেই গোটা বিশ্বের মহাকাশ গবেষণার দুনিয়ায় ঘটে গেছে বড়সড় রদবদল। সবার নজর কেড়ে নিয়েছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। সফলতার জন্য সবাই তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। টুইটের মাধ্যমে ভারতের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনও (Russian President Putin congratulates India)।

টুইটে পুতিন লেখেন, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ (successful landing) ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির নজরকাড়া অগ্রগতির (impressive progress) প্রমাণ দিচ্ছে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা দিয়ে টুইট করেন, দক্ষিণ মেরুর কাছে ভারতীয় মহাকাশ স্টেশন চন্দ্রযান ৩ -এর সফল অবতরণের এই মুহূর্তে অনুগ্রহ করে আমার আন্তরিক ও অভিনন্দন গ্রহণ করুন। মহাকাশ অনুসন্ধানে এটি একটি বড় পদক্ষেপ এবং অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক অগ্রগতির প্রমাণ।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেতৃত্ব এবং কর্মীদের নতুন সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আরও পড়ুন: Nambi Narayan On Chandrayaan-3: ইসরোর ভূয়সী প্রশংসা প্রাক্তনী নাম্বি নারায়ণের, ভিডিয়োতে শুনুন বিখ্যাত বিজ্ঞানীর বক্তব্য