আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বাংলায় গ্রামীন ভোটে অগ্নিপরীক্ষায় তৃণমূল, বিজেপি, সিপিএম সহ বামফ্রন্ট, কংগ্রেস। বাংলায় শেষ বড় হয় ২০২১ বিধানসভা নির্বাচনে। তাই বিধানসভা নির্বাচনে ভোটের হিসেব রাজ্যে গ্রামীন ভোট কোন দিকে ছিল সেটা একবার দেখে নেওয়া যাক।
২০২১ বিধানসভায় প্রাপ্ত গ্রামীন ভোটের হার
তৃণমূল: ৪৮.৭০ শতাংশ
বিজেপি: ৩৮.৩০ শতাংশ
বামফ্রন্ট: ৫ শতাংশ
কংগ্রেস: ৩ শতাংশ
আইএসএফ: ১.৬ শতাংশ
দেখুন টুইট
THREAD: PANCHAYAT ELECTION RESULTS OVER THE YEARS
Vote Share of 4 Major Parties in the Last 3 Elections. pic.twitter.com/INsQkl9ouw
— The Enigmous (@_TheEnigmous) June 10, 2023
তৃণমূল এগিয়ে ছিল ১৮টি জেলা পরিষদে। পাঁচটা জেলা পরিষদে এগিয়ে ছিল বিজেপি
বিজেপি যে পাঁচটা জেলা পরিষদে এগিয়ে ছিল
দক্ষিণবঙ্গ- বাঁকুড়া, পুরুলিয়া
উত্তরবঙ্গ- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
পঞ্চায়েত নির্বাচনে যে ৬টা দিকে নজর
১) শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রভাব গ্রামের ভোটে কতটা পড়ে
২) মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের গ্রামীন উন্নয়ন, সামাজিক প্রকল্পের প্রভাব ভোটে কতটা পড়ে
৩) কতটা হিংসা মুক্ত, স্বচ্ছ হয় নির্বাচন
৪) বিরোধীরা কতটা প্রতিরোধ গড়তে পারে
৫) অন্তর্দ্বন্দ্ব কতটা সামলাতে পারে তৃণমূল, বিজেপি
৬) বামেরা কতটা ভোট ফেরাতে পারে