Unity Run in New Delhi (Photo Credit: X@ANI)

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী (Sardar Patel Birth Aniversary) জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে 'একতা দৌড়' (Run For Unity) এর সূচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করতে ও আজকের ভারত গঠন করতে সর্দার প্যাটেলের অবদান অপরিসীম। ভারতের স্বাধীনতার পর ব্রিটিশরা ৫৬২টি রাজন্য শাসিত প্রদেশে বিভক্ত দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।  তবে খুব অল্প সময়ের মধ্যেই সর্দার প্যাটেল ওই ৫৬২টি প্রদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার বিশাল কাজ সম্পন্ন করেন। এখন বিশ্ব যে আধুনিক ভারতের মানচিত্র দেখছে তা তাঁর দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার ফল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের সংকল্প পূরণ করেছেন।

সূচনা হল একতা দৌড়ের- 

উল্লেখ্য ২০১৪ সাল থেকে প্রতি বছর ৩১শে অক্টোবর সরকার সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে একতার জন্য দৌড় রান ফর ইউনিটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে শ্রী শাহ জানান। অনুষ্ঠানে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপস্থিত ছিলেন।