Photo Credits: Pixabay

জাহানাবাদ: শুক্রবার বিহারের জাহানাবাদ জেলা হাসপাতালে (Bihar's Jahanabad district hospital) গিয়ে চিকিৎসা করিয়ে ছিলেন একাধিক গর্ভবতী মহিলা (dozen pregnant women)। কিন্তু, তারপর থেকে আচমকা শরীরে অস্বস্তি (uneasiness) হতে শুরু হয় তাঁদের। এরপরই চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ভুল চিকিৎসার (diagnosed them wrongly) অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হতে ওই মহিলাদের আত্মীয়রা হাসপাতালে এসে কর্তৃপক্ষের কাছে এই ধরনের গাফিলতি কেন হয়েছে তা জানতে চান। যা নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। এরপরই আচমকা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর (ruckus) শুরু করেন গর্ভবতী মহিলাদের আত্মীয়রা। নিমেষে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। যার ফলে নিজেদের বাঁচাতে হাসপাতালের জানালা দিয়ে বাইরে ঝাঁপ (jump out of the windows) মেরে পালিয়ে যেতে দেখা যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের। বিষয়টিকে কেন্দ্র এখনও উত্তেজনা রয়েছে বলে  জানা গেছে। আরও পড়ুন: Home Ministry On Poor Prisoners: গরিব কয়েদির আর্থিক সাহায্যের জন্য বিশেষ প্রকল্প চালু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক