নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর'(Operation Sindoor) ও তা পরবর্তী ভারত-পাকিস্তান ঘাত-প্রত্যাঘাতের আবহে আলোচনায় কেন্দ্রবিন্দুতে কর্নেল সোফিয়া কুরেশি। রাতারাতি দেশবাসীর মন কেড়েছেন মহিলা সেনাকর্মী সোফিয়া। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরছে কর্নেল সোফিয়া কুরেশি ও উয়িং কমান্ডার ভ্যোমিকা সিংয়ের প্রশংসায়। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একটি অন্যরকম পোস্ট। এই পোস্টে দাবি করা হয় সোফিয়া কুরেশির কর্নাটকের বাড়িতে হামলা চালিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের একটি শাখা। ওই পোস্টে লেখা ছিল , "মুসলিম ভারতীয় সেনা অফিসারের পরিবারের উপর বড় আক্রমণ। ভারতীয় সেনাবাহিনীর নবনিযুক্ত মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশিও আরএসএস-এর হিংসার শিকার। নির্ভরযোগ্য সূত্র অনুসারে খবর, কর্ণাটকের বেলাগাভিতে সোফিয়া কুরেশির বাড়িতে হামলা করা হয়েছে"।
কর্নেল কুরেশির বাড়িতে আক্রমণ, আরএসএসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের সত্যতা যাচাই করল পুলিশ
এই পোস্টটি নজরে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। যাচাই করে জানা যায়, গোটা বিষয়টি একেবারেই ভুয়ো। সঙ্গে সঙ্গে বেলাগাভিতে কর্নেল কুরেশির বাড়িতে ছুটে যান কর্ণাটক পুলিশের একটি দল। জানা যায়, সম্পূর্ণ অক্ষত রয়েছে কর্নেল কুরেশির বাড়ি। পরিবার জানায়, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্নেলের বাড়িতে বাড়ানো হয় নিরাপত্তা। এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, আনিস উদ্দিন নামক এক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টটি শেয়ার করা হয়েছিল। পরে পরিস্থিতি বেগতিক বুঝে পোস্টটি মুছে ফেলা হয়।
কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলা চালিয়েছে আরএসএস?
RSS Attack On Colonel Sofiya Qureshi's Home? Karnataka Cops Bust Fake Posthttps://t.co/tVOH1My9aE pic.twitter.com/jFdIn8BIBM
— NDTV (@ndtv) May 14, 2025