প্রয়াত উত্তপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা বিধায়ক মুখতার আনসারির (Mukhtar Ansari) স্ত্রী আফসা আনসারি পলাতক। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। কিন্তু এরমধ্যেই খোঁজ পাওয়া যাচ্ছে না আফসার। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মাথার দাম রাখা হয়েছে ৫০ হাজার। ইতিমধ্যেই অভিযুক্তর লখনউয়েরস এসবিআই শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে্ গাজিপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশসূত্রে খবর, গ্রেফতারি এড়াতেই গা ঢাকা দিয়েছে আফসা।

তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ

মুখতার আনসারির মৃত্যুর পর তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্যাংস্টার আইনের অধীনে ৯টি মামলা চলছিল। তারপরেও তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠে আসছিল। সেই কারণে তাঁকে তলব করা হয়। কিন্তু হাজিরা এড়ালে তাঁর খোঁজ নিতে গিয়ে গাজিপুর (Ghazipur) পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। কারণ তিনদিন আগেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্টে সাড়ে ৮ লক্ষ টাকা ছিল।

মুখতার আনসারির মৃত্যু

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মৌ বিধানসভা কেন্দ্রের বিএসপি দলের বিধায়ক ছিলেন মুখতার আনসারি। বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন কুখ্যাত গ্যাংস্টার। অপহরণ, তোলাবাজি, খুন সহ অপরাধমূলক কাজে যুক্ত থেকে এলাকা প্রভাব বাড়িয়েছিল। গতবছর জেলের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।