পুলিশকে শুভেচ্ছা (Photo Credit: ANI)

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর: কাকভোরে সাইবারাবাদ পুলিশ ৪৪ নম্বর জাতীয় সড়কে চার ধর্ষককে এনকাউন্টারে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ গুলিতে ঝাঁঝরা হয়েছে হায়দরাবাদে মহিলা পশু চিকিৎসককে গণধর্ষণের পর খুন করে জ্বালিয়ে দেওয়ার ঘটনার চা চক্রী। খবরটি প্রকাশ্যে আসতেই স্বস্তির শ্বাস ফেলেছেন নির্ভয়ার (Nirbhaya) মা আশাদেবী। এবং ওই পশু চিকিৎসকের বাবা-মা। মেয়ের আত্মার শান্তি পেয়েছে। ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। পুলিশ ধর্ষকদের এনকাউন্টারে মেরেছে খবরটি জানাজানি হতেই হায়দরাবাদের (Hyderabad) মানুষ পথে নেমে পড়েছেন। কোথাও পুলিশকে রাখি পরানো হচ্ছে। কোথাও মিষ্টিমুখ। পথেঘাটে কর্তব্যরত পুলিশকে দেখলেই স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। স্কুল ছাত্রীরা পুলিশের জয়ধ্বনি করছে।

সাইবারাবাদের পুলিশ (Cyberabad Police) কমিশনার ভিসি সজ্জানারের (V C Sajjanar) হাতে রাখি পরিয়ে দিলেন নির্যাতিতার প্রতিবেশী। এই এনকাউন্টার নিয়ে কয়েকটি ক্ষেত্রে প্রশ্ন উঠলেও এই ঘটনায় তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। নির্যাতিতার পরিবার থেকে শুরু নির্ভয়ার মা, বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ অনেকেই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। বাদ যাননি সেলিব্রিটিরাও। বলিউডের ঋষি কাপুর, অনুপম খের, রঙ্গোলি চান্দেল, রণবীর শোরের মতে অনেকের পাশাপাশি মুখ খুলেছে টলিউডও। পুলিশের প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শতাব্দী রায়রা। শতাব্দী রায় বলেছেন, 'একদম ঠিক হয়েছে, খুব ভাল হয়েছে, উচিত শাস্তি। হয়তো অনেকে প্রশ্ন তুলবেন, সাংসদ হিসাবে এই কথা বলছি। এমন না-হলে নির্ভয়া কাণ্ডের মতো সাত বছর লাগত, তাও সাজা হত না। অপরাধীরা জেলে বসে বিরিয়ানি খেত।' তেলেঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। আরও পড়ুন-Asha Devi On Hyderabad Vet Rape And Murder: শান্তি পেলাম, অন্তত একজন মেয়ে সুবিচার পেল, হায়দরাবাদ কাণ্ডে চার ধর্ষকের এনকাউন্টারে মুখ খুললেন নির্ভয়ার মা

এদিকে এনকাউন্টারের খবর চাউর হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক শুভেচ্ছার ভিডিও। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মরত পুলিশ কর্মীরা। তাঁদের দেখেই একটি চলমান বাসের মধ্যে থাকা একদল ছাত্রী উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠে অভিনন্দন জানাচ্ছে পুলিশকে। পুলিশের চলার পথ গোলাপের পাপড়ি ভরে গেল, হায়দরাবাদের মানুষ পুষ্প বৃষ্টি করছেন। সাইবারাবাদ পুলিশের তৎপরতায় ন্যায় বিচার পেলেন হায়দরাবাদের পশু চিকিৎস