দিনেদুপুরে সোনার দোকানে ডাকাতি (ছবি:X)

নয়াদিল্লিঃ ঘড়ির কাঁটায় তখন ১.৪৫। অন্যান্য সময়ের থেকে একটু ফাঁকাই সোনার দোকান (Jewellery Shop)। এমন সময় দোকানে প্রবেশ করেন দু'জন। একজন বোরখা ( Burqa) পরে, আরেকজনের মাথায় হেলমেট এবং মুখ ঢাকা। দোকানে ঢুকেই মালিকের উপর হামলা চালায় তাঁরা। লুট করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। স্বর্ণব্যবসায়ী সেশারামের উপর হামলা চালায় দুই আততায়ী। বাইক থামিয়ে দোকানে ঢুকেই সব হাতাতে শুরু করেন তাঁরা। বাধা দিতে গেলে স্বর্ণব্যবসায়ীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এরপরই প্রাণে বাঁচতে চিৎকার শুরু করেন সেশারামের ছেলে সুরেশ। পাছে কেউ চলে আসে এই ভয়ে লুট করা জিনিসপত্র ফেলে মোটরসাইকেলে চেপে পালান দুষ্কৃতীরা। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সবচেয়ে অবাক করা বিষয় হল থানা থেকে ২৫ মিটার দূরে ভরদুপুরে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হায়দরাবাদ পুলিশের তরফে। হায়দরাবাদ পুলিশের সিনিয়র অফিদার নারসিমা রেড্ডি বলেন, "এই ঘটনার তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। দুষ্কৃতীরা দোকানের ভিতরে হিন্দিতে কথা বলেছেন। তাই অনুমান করা হচ্ছে হায়দরাবাদের কুখ্যাত বেওয়ারিয়া গ্যাং-এর সঙ্গে তাঁদের যোগ রয়েছে।"

দেখুন সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ