Road Accident: পুনের পোর্শে কাণ্ডের ছায়া ঝাঁসিতে, বৃদ্ধকে পিষে দিল বিলাসবহুল গাড়ি

নয়াদিল্লিঃ পোর্শে কাণ্ড ( Pune Porsche Incident)নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখনই উত্তরপ্রদেশের ঝাঁসিতে ঘটে গেল এক ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধের উপর দিয়ে চলে যাচ্ছে একটি সাদা বিলাসবহুল  গাড়ি। ওই বৃদ্ধের নাম রাজেন্দ্র কুমার গুপ্ত। বয়স ৭০। বুন্দেলখণ্ড গ্যাস এজেন্সির মালিক তিনি।

 

রোজের মতো বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটতে-হাঁটতে প্রেমগঞ্জের জৈন ডেইরির কাছে পৌঁছালে একটি বিলাসবহুল গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে । দুর্ঘটনায় তিনি সড়কে পড়ে যান। গাড়ি চালক গাড়িটি থামিয়ে দেন। কয়েক সেকেন্ড পর ফের গাড়ি দিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা মারা হয়। একপ্রকার তাঁকে পিষে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছেন ওই বৃদ্ধ। অল্পের জন্য প্রাণে বাঁচেন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে লোকজন ছুটে আসে, কিন্তু ততক্ষনে পলাতক অভিযুক্ত গাড়িচালক। খুনের চেষ্টা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।