উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ছয় জন মহিলাকে পিষে দিল দ্রুতগতিতে থাকা একটি বাস (Bus)। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। গোটা ঘটনাট ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (CCTV Footage)। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপুরের অ্যালায়েন্স ব্রিজের কাছের কাশিপুর রোডে (Kashipur Road)। অটোর(Auto) জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন মহিলা। এমন সময় একটি স্কুটাররে সঙ্গে সংঘর্ষ এড়াতে মহিলাদের পিছন থেকে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ওই মহিলার, এমনটাই পুলিশ সূত্রে খবর। উধম সিং নগর থানার পুলিশ আধিকারিক মঞ্জুনাথ টিসি বলেন, "আমরা বিকেল ৫ টা নাগাদ দুর্ঘটনার খবর পাই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।" বাসটির গায়ে লেখা ছিল সেন্ট মেরি'স সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম। তবে এওটি স্কুলের বাস নাকি বেসরকারি কোনও বাস তা এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি।