Pashupati Paras Resigns From Modi Cabinet: NDA-তে ভাঙন? মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা RLJP-র পশুপতি পরাসের
Pashupati Paras (Photo Credit: Twitter)

দিল্লি, ১৯ মার্চ:  লোকসভা ভোটের আগে এবার নরেন্দ্র মোদী (Narendra Modi) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন পশুপতি পরাস (Pashupati Paras)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহার থেকে কোনও  আসন পায়নি আরএলজেপি। এলজেপি-র চিরাগ পাসওয়ানকে এনডিএ থেকে আসন দেওয়ার সিদ্ধান্তের পরপরই পশুপতি পরাস মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বলে খবর।

সোমবার বিহার থেকে ৪০ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করে এনডিএ। বিহার থেকে আরএলজিপির ৫ সাংসদ রয়েছেন। তাঁরা প্রত্যেকে অত্যন্ত ভাল কাজ করেন। তা সত্ত্বেও বিহারে তাঁদের প্রার্থী দিতে দেওয়া হয়নি। ফলে ভাইপো চিরাগ পাসওয়ান (রাম বিলাস পাসওয়ানের পুত্র) এর এলজেপি বিহারে আসন পাওয়ার পরপরই মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন পশুপতি পরাস। এমনই জানান সদ্য প্রাক্তন মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর পশুপতি পরাস বলেন, নরেন্দ্র মোদী একমাত্র বড় নেতা। তাঁর নেতৃত্বেই এনডিএ চলে।