শিবির বদলে নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হওয়ায়, বিহার রাজনীতিতে ফের বড় বদল হয়েছে। নীতীশ-চিরাগ পাসোয়ান-জিতিন মাঞ্ঝি-দের মত বিবাদমান নেতারা সব একদিকে চলে গিয়েছেন। আরও একটা জিনিস পরিষ্কার, আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে বেশীরভাগ আসনে বিজেপিই লড়বে। এনডিএ-র বাকি দলগুলিকে কয়েকটি আসন দেওয়া হবে।
এরই মাঝে নিজের দলের নাম বদলে ফেললেন উপেন্দ্র কুশওয়াহা। রাষ্ট্রীয় লোক জনতা দল (RLJD)-এর নাম বদলে 'রাষ্ট্রীয় লোক মোর্চা' রাখা হল। কারণ নির্বাচন কমিশন তাদের জানিয়েছিল উত্তরপ্রদেশে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে তার নামটা মিলে যাচ্ছে। সেই কারণে রাষ্ট্রীয় লোক জনতা দল থেকে রাষ্ট্রীয় লোক মোর্চা হয়ে গেল কুশওয়াহা-র দল।
2023 সালের ফেব্রুয়ারিতে নীতীশ কুমারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কুশওয়াহা নিজের দলের নাম ঘোষণা করেছিলেন। নীতীশ কুমার বিজেপিতে ফিরতেই এবার দলের নামটাই বদলে দিলেন কুশওয়াহা।
দেখুন ভিডিয়ো
#WATCH | Bihar: Rashtriya Lok Janta Dal (RLJD) will now be known as Rashtriya Lok Morcha, says party president Upendra Kushwaha
"The Election Commission said that our old name Rashtriya Lok Janata Dal is similar to the names of other parties registered with the Commission, so we… pic.twitter.com/tfHBHdPcJj
— ANI (@ANI) February 18, 2024
নির্বাচন কমিশনের কাছে 'রাষ্ট্রীয় লোক মোর্চা'নামে নথিভুক্ত করলেন দলের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ৫-৬টি নামের প্রস্তাব এসেছিল। সেখান থেকে বাছা হয় 'রাষ্ট্রীয় লোক মোর্চা'।