RJD chief Lalu Yadav (Photo Credit: X)

পটনা থেকে রাঁচি, মুম্বই। দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতাদের বিভিন্ন দুর্নীতি ইস্যুতে জেরা চালাল ইডি। পটনায়  দীর্ঘ ৯ ঘণ্টা জেরা শেষে ইডি অফিস থেকে বের হলেন ক্লান্ত লালুপ্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি কাণ্ডে এদিন সকালে পটনায় ইডি অফিসে ঢোকেন লালু। এরপর তাঁর গ্রেফতারি নিয়ে জল্পনায় ছড়ায়। পটনায় ইডি অফিসের বাইরে ভিড় জমতে শুরু কতরেয লালুর মেয়ে মিশা ভারতী দাবি করেন, তাঁর বাবা একা খেতে পারেন না। তাঁকে খাইয়ে দিতে হয়।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হওয়ার পর লালু প্রসাদ খেয়েছেন কি না, তা তাঁরা জানেন না বলে মন্তব্য করেন মিশা। 'এই সরকার যে কোনও সময় গ্রেফতার করতে পারে আমার বাবাকে', আশঙ্কা করেন লালু-কন্যা ।

দেখুন লালু ইডি অফিস থেকে বেরিয়ে আসছেন

দেখুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন থেকে বের হচ্ছেন ইডি কর্তারা

দেখুন বিজেপি বিরোধী শিবসেনা নেতাকে আট ঘণ্টা জেরার পর কী বললেন

এরপর রাতে লালু ইডি অফিস থেকে বের হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আরজেডি কর্মীরা। এদিকে, লালুকে নিয়ে খবরের মাঝে ইডি হানা দিল ইন্ডিয়া শিবিরের নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের বাসভবনে হানা দিল ইডি। দেড় ঘণ্টা সেখানে থাকার পর বেরিয়ে আসেন ইডি কর্তারা। অন্যদিকে, মহারাষ্ট্র উদ্ভব ঠাকরের বড় নেতা রবীন্দ্র ওয়েকারকে টানা আট ঘণ্টা জেরা চালাল ইডি।