বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে পাটনায় (Shootout at Patna) চলল গুলি। তাও আবার পোলো রোড এলাকায়। যেখানের রাজ্যের অধিকাংশ মন্ত্রী, আধিকারিক, বিধায়কদের বাড়ি বা বাংলো রয়েছে। সেখানেই গুলি চালিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনার বেশ কয়েকঘন্টা কেটে গেলেও এখনও দুষ্কৃতিদের খোঁজ পায়নি পুলিশ। এদিন ঘটনাটি ঘটেছে আরজেডি বিধায়ক তেজস্বী যাদব ও রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরীর বাংলো সংলগ্ন এলাকায়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোড়গোল শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধীরা।

মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানিয়েছেন তেজস্বী যাদব

এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেন, রাজ্যে অপরাধীদের এতটা ছাড় দেওয়া হয়েছে যে একজন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির সামনে এরকম ঘটনা ঘটছে। আমাদের আশেপাশে মন্ত্রী, উন্নয়ন দফতরের আধিকারিকের ঘর, সেখানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, গুরুতর। রাজ্যের অন্যতম নিরাপদ এলাকাই আজ সুরক্ষিত নয়, তখন বাকি এলাকার কী অবস্থা একবার ভেবে দেখুন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উচিত অবিলম্বে ইস্তফা দেওয়া।

দেখুন তেজস্বী যাদবের বক্তব্য

পাটনায় গুলিকাণ্ড

পুলিশসূত্রে খবর, এদিন বাইকে করে একদল দুষ্কৃতি এলাকায় এক যুবকের ওপর হামলা চালায়। তাঁর ওপর এলোপাথারি গুলি চালায় ওই দুষ্কৃতিদল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশি নিরাপত্তায় মোড়া ভিভিআইপি এলাকা পোলো রোডে কীভাবে দুর্ঘটনাটি ঘটল, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।