মঙ্গলবার রাতে হাজিপুরে আরজেডি কাউন্সিলরের ওপর দুষ্কৃতি তাণ্ডব নিয়ে কড়া সমালোচনার মুখে নীতিশ কুমারের সরকার। পঙ্কজ রাইকে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় গুলি করতে করতে বাড়ির মধ্যে ঢুকে পড়ে একদল দুষ্কৃতি। বাড়িতে ঢুকে কার্যত গুলিতে ঝাঁঝড়া করে দেয় কাউন্সিলরের দেহ। এই হত্য়াকাণ্ড নিয়ে বিরোধীদের দাবি, তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে শাসক দল। বিহারে জঙ্গলরাজ শুরু করতে চান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে হাজিপুর এলাকায়। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেছেন, আজ একজন জনপ্রতিনিধিকে হত্যা করা হয়েছে। এর থেকেই পরিস্কার যে বিহারে অপরাধমূলক কাজ চরমসীমায় পৌঁছেছে। নীতিশ কুমার বিহারকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তাঁর হাতে স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও তিনি ব্যর্থ। রাজ্যের ক্রাইম রেকর্ড ক্রমশ উর্ধ্বমুখী। পুলিশ আধিকারিকরাও কিছু করতে পারছেন না, কারণ তাঁরা জানে যে সরকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলেই তাঁদের বদলি করা হবে। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থেকেও তাঁরা দুষ্কৃতিদের দমাতে ব্যর্থ।