Lalu Prasad Yadav: পশুখাদ্য মামলায় ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ লালু প্রসাদ যাদবের, সঙ্গে বিপুল জরিমানা
Lalu Prasad Yadav (Photo Credit: File Photo)

দিল্লি, ২১ ফেব্রুয়ারি:  ফের জেলে যাচ্ছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)! পশুখাদ্য মামলায় (Fodder Scam) অভিযুক্ত আরজেডি প্রধানকে ৫ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল আদালতের তরফে। লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।

রিপোর্টে প্রকাশ, ডোরান্ডা ট্রেজারি মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ১৩৯ কোটি ৪৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ দায়ের করা হয়। লালুর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগের পর চলছিল মামলা। ফলে পশুখাদ্য মামলার পঞ্চম কেলেঙ্কারিতে অভিযুক্ত সাব্যস্ত হওয়ার পর এবার তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:  Happy Birthday Raj Chakraborty: রাজের জন্মদিনই তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে, ভালবাসায় ভরিয়ে দিলেন শুভশ্রী

যদিও লালু প্রসাদ যাদবের আইনি টিমের তরফে জানানো হয়, তাঁরা হাইকোর্টে আবেদন করবেন এ বিষয়ে। লালু প্রসাদ যাদব ইতিমধ্যেই তাঁর জেল যাত্রার অর্ধেক জীবনযাপন করেছেন বলে দাবি করা হয় তাঁর আইনি টিমের তরফে।