Rising Rajasthan Global Investment Summit 2024 (Photo Credit: X@Ra_THORe)

আজ জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনে আয়োজিত রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপোরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী । পাঁচ হাজারেরও বেশি ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধি, কূটনীতিক, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে অংশ নেবেন। উদ্বোধনের পর বিভিন্ন সেক্টরে বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে আয়োজিত হবে প্রবাসী রাজস্থানী কনক্লেভ এবং  ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারী শিল্পের( MSME) কনক্লেভ শেষ দিনে অনুষ্ঠিত হবে।

এই ইভেন্টের মূল উদ্দেশ্য হল রাজ্যে বিনিয়োগ ও শিল্পের প্রচার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। রাজ্যে বিনিয়োগকে উন্নীত করার জন্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা শক্তি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারী শিল্প, পর্যটন এবং খনি সহ ৯টি ক্ষেত্রে নতুন নীতি প্রকাশ করেছেন। শীর্ষ সম্মেলনের আগে বিনিয়োগ প্রস্তাবের জন্য ৩০ লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্য সরকার আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে দ্বিগুণ করে ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।