কর্ণাটকে গ্যাংওয়ার। ডনের ছেলেকে খুনের চেষ্টা করল একদল দুস্কৃতি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রামানগরাতে (Ramanagara)। জানা যাচ্ছে, ঘটনার সময় চালক ও সশস্ত্র নিরাপত্তারক্ষীকে নিয়ে গাড়ির মধ্যে ছিলেন রিকি রাই (Ricky Rai) নামে ওই যুবক। তথনই তাঁর গাড়ির ওপর হামলা চালায় কয়েকজন যুবক। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গুলি। আর সেই গুলিতে আহত হন রিকি ও তাঁর চালক। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ডনের ছেলেকে খুনের চেষ্টা
জানা যাচ্ছে, এদিন রাত দেড়টা নাগাদ বিদ্দাই এলাকায় বাড়ির সামনে থাকা নিজের গাড়িতে বসেছিলেন। সামনে চালকের সিটে ছিলেন গাড়ির ড্রাইভার এবং তার পাশের সিটে ছিলেন নিরাপত্তারক্ষী ও চালকের পেছনের আসনে বসেছিলেন রিকি। সেই সময় বাইকে করে একদল যুবক এসে এলোপাথারি গুলি চালায়। সেই হামলাতেই চালকের শরীর ছুঁয়ে একটি গুলি লাগে রিকির শরীরে। পাল্টা গুলি চালায় রিকির নিরাপত্তারক্ষী। তবে ততক্ষণে আততায়ীরা গা ঢাকা দেয়।
হাতপাতালে ভর্তি আহতরা
জানা যাচ্ছে, রিকি হলেন প্রয়াত ডন মুথাপ্পা রাইয়ের ছেলে। মুথাপ্পা কন্নড়পন্থী সংগঠন জয়া কর্ণাটকের প্রতিষ্ঠাতা ছিলেন। রিকি সেই সংগঠনই বর্তমানে সামলাচ্ছিলেন। তবে এদিন কে বা কারা তাঁর ওপর হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর আহত চালক ও রিকি দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। অন্যদিকে হামলকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।